দোহারে আগুনে পুড়ে এক ব্যক্তির মৃত্যু

579

আল-আমিন, স্টাফ রিপোর্টার, নিউজ৩৯: দোহার উপজেলায় উত্তর শিমুলিয়া গ্রামে আগুন লেগে যুবরাজ নামে একজনের মৃত্যু হয়েছে। আগুনের কারণ অজ্ঞাত। এছাড়া ১লক্ষ টাকার মতো ক্ষয়ক্ষতি হয়।

এলাকাবাসীর বক্তব্যে জানা যায়, কিভাবে আগুন লাগলো তা কেউ বলতে পারে না। আগুনে পুড়ে মারা যান যুবরাজ (৩০) পিতাঃ রমজান মাঝি। যুবরাজের মৃর্গি রোগ ছিলো। সে একটু নেশা করতো।

এ বিষয়ে দোহার ফায়ার সার্ভিস মোঃ আবু হানিফের সাথে মোবাইল ফোনে যোগাযোগ করলে তিনি বলেন,গত বুধবার উত্তর শিমুলিয়া রাত ৩টার দিকে অজ্ঞাত ভাবে আগুন লেগে যায় । এতে এক ব্যক্তি আগুনে পুড়ে মারা যান, তার নাম যুবরাজ(৩০)। আমরা খবর পেয়ে তৎক্ষণাৎ আগুন নিভানোর চেষ্টা করি। এতে এক জনের মৃত্যুসহ প্রায় ১ লক্ষ টাকার মত ক্ষয়ক্ষতি হয়েছে।

আপনার মতামত দিন