দোহারে অতিরিক্ত মদ্যপানে এক যুবকের মৃত্যু

341

গত শনিবার (২৫/০৮/১২) সন্ধ্যায়, দোহার (খালপাড়) গ্রামের এক বিবাহিত যুবক (৩০) অতিরিক্ত মদ্যপানের কারনে মৃত্যুর কোলে ঢোলে পড়ে। ইয়াকুব নামের এই যুবক আগের রাত থেকেই বিভিন্ন রকমের মাদকদ্রব্য সেবনের ফলে অধিক মাত্রায় নেশাগ্রস্থ হয়ে পড়েন। তখন তার পরিবার তাকে চিকিৎসার জন্য সুতারপাড়া ইয়উনিয়নের স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যায় এবং সাময়িকভাবে খানিকটা সুস্থ্ করে তুলে।

কিন্তু সেই সুস্থতার রেশ বেশীক্ষণ টিকিয়ে রাখতে পারেনি ইয়াকুবকে। পরদিন বিকেল গড়াতে না গড়াতেই ইয়াকুব বমি ও পাতলা পায়খানায় অধিকতর অসুস্থ হয়ে পড়ে। এভাবে এক পর্যায় প্রায় সন্ধ্যার দিকে সে মারা যায়। এতে করে তার স্ত্রী ও দেড় বছর বয়সী এক মেয়ে সহ গোটা পরিবারে শোকের ছায়া নেমে আসে।

আপনার মতামত দিন