দোহারে অগ্নিকান্ড ২০ লক্ষ টাকার ক্ষয়-ক্ষতি

595

বৃহস্পতিবার সন্ধা সাতটার দিকে দোহার উপজেলার লটাখোলা করম আলীর মোড় সংলগ্ন মার্কেটে অগ্নিকান্ডের ঘটনায়  ২০ লক্ষ টাকার ক্ষয়-ক্ষতির ঘটনা ঘটেছে। ক্ষতিগ্রস্থ দোকান মালিক সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সন্ধা সাতটার দিকে উপজেলার করম আলীর মোড় সংলগ্ন পণ্যের একটি গোডাউন থেকে আগুনের সূত্রপাত হয়। মুহুর্তের মধ্যেই তা ছড়িয়ে পড়ে পাশের গোডাউনে। খবর পেয়ে দোহার উপজেলা ফায়ার সার্ভিস স্টেশনের কর্মীরা দ্রুত ঘটনাস্থলের এলেও ততক্ষণে তিনটি দোকান (গোডাউন) ও ভেতরে থাকা বিভিন্ন ধরণের পণ্য আগুণে পুড়ে যায়। রাত নয়টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিসের কর্মীরা।
অগ্নিকান্ডে দোহার উপজেলা ডিলার সমিতির সভাপতি লুৎফর রহমানের দুটি গোডাউন ও মো. সেলিম নামে এক ব্যবসায়ীর একটি গোডাউনের ভেতরে থাকা যাবতীয় মালামাল পুড়ে ছাই হয়ে যায়।

ক্ষতিগ্রস্থ ব্যবসায়ীরা বলেন, অগ্নিকান্ডে আনুমানিক ১৫/২০ লাখ টাকার ক্ষতির মুখে পড়তে হয়েছে।

আপনার মতামত দিন