দোহারের সকল ভালো’র সাথে থাকবে গ্রীণ আর্মি।

417

দোহার গ্রীন আর্মির সাধারণ সভা অনুষ্ঠিত। “যা কিছু ভালো সবটুকু করিব বরণ যা কিছু খারাপ সবকিছু করিব বর্জন” – এই স্লোগানকে সামনে রেখে জনাব কাজী মারুফুল হাসান এর সভাপতিত্বে গত ০১/০৫/২০১৮ খ্রিঃ তারিখ মঙ্গলবার বিকেল ৪.০০ ঘটিকায় জয়পাড়া পাইলট উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে এক সাধারন আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এ সময় তিনি বলেন, আমরা কতিপয় নাগরিক ঐক্যমতের ভিত্তিতে একটি অলাভজনক ও অরাজনৈতীক সেচ্ছাসেবী সমাজকল্যান সংস্থা “দোহার গ্রীন আর্মি” – এর মাধ্যমে জনকল্যানমূলক কার্যক্রম পরিচালনা করতে যাচ্ছি। আমরা বিশ্বাস করি তরুনদের ঝংকার ও ক্রমবর্ধমান সক্রিয় প্রচেষ্টাই পারে দোহারকে শান্তি ও নিরাপদ বাসযোগ্য হিসেবে পূনরায় রিপ্রেজেন্ট করতে। উপস্থিত সদস্যদের মধ্যে অনেকেই তাদের নিজ নিজ মতামত তুলে ধরেন। উক্ত সভায় আরো উপস্থিত ছিলেন- জনাব এ্যাডভোকেট আতিকুর রহমান সোহান ,মোঃ আওলাদ হোসেন , মোঃ আরমান হোসেন অপু ,তাজিন আহমেদ তন্ময় , ইমরান হোসেন , জুবায়ের ইসলাম জুয়েল , শেখ তানভীর তৌহিদ ইমন , মাহমুদুর রহমান মুগ্ধ , আসিফ ইমন , রাশেদুল হাসান, জাহিদুল রাব্বি , উচ্ছাশ , পিয়াস নূর আঁকন্দ সহ প্রায় শতাধিক সদস্যবৃন্দ।

আপনার মতামত দিন