দোহারের মৌড়া থেকে ইয়াবাসহ যুবক আটক

626

ঢাকার দোহার উপজেলার মুকসুদপুর ইউনিয়নের মৌড়া গ্রাম থেকে মো. জুরমান (২৬) নামে এক যুবককে ইয়াবাসহ আটক করেছে পুলিশ।

পুলিশ সূত্রে জানা যায়, শনিবার বিকেল চারটার দিকে দোহার থানার ওসি সিরাজুল ইসলাম শেখ, পুলিশ পরিদর্শক এমারত হোসেন ও শাইনপুকুর তদন্ত কেন্দ্রের এএসআই মাহবুবুর রহমানের নেতৃত্বে পুলিশের একটি দল উপজেলার মৌড়া গ্রামে অভিযান চালায়। এসময় ওই গ্রামের জালালপুর মসজিদের পাশে খালপাড় পাকা ব্রীজের উপর থেকে ৫৬ পিস ইয়াবাসহ মো. জুরমানকে আটক করে পুলিশ। জুরমান ওই গ্রামেরই মো. মনু মোড়লের ছেলে বলে জানা গেছে। এ ঘটনায় দোহার থানায় মাদক আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।

আপনার মতামত দিন