দোহারের মইতপাড়ায় ডাকাতি : লক্ষাধিক টাকার মালামাল লুট

315

শাহিন / সবুজঃ নিউজ৩৯ : বুধবার কাল রাতে মুকসুদ পুর ইউনিয়নের মইতপারা গ্রামের আঃ ওহাব উদ্দিনের বাড়িতে এক ডাকাতির ঘটনা ঘটে । এতে বাড়ির লক্ষাধিক টাকা ও মালামাল লুট করে নিয়ে যায় ।স্থানীয় সুত্রে জানা যায় , বুধবার  রাত ২.১৫ মিনিটে বাড়িতে ৮-১০ জনের এক ডাকাত দল প্রবেশ করে বাড়ির লোকদের দেশিয় অস্ত্রের মুখে জিম্মি করে বাড়িতে লুট পাট চালায় । এসময় বাড়ি থেকে ১,১০,০০০/= টাকা , ২ টি মোবাইল সেট , ১ টি টিভি , ১ টি ডিভিডি ,৬ টি কম্বল সহ দামিদামি বেশ কিছু কাপড় নিয়ে যায় । উল্লেখ্য যে বেশ কিছু দিন আগে এই বাড়ির পাশের ২ টি বাড়ি থেকেও ডাকাতির ঘটনা ঘটেছিল । তবে এই ক্ষেত্রে ফুলতলা পুলিশ ফাঁড়ী তেমন তৎপর নয় বলে এলাকাবাসী মনে করে।  

আপনার মতামত দিন