দোহারের বাউলের মাঝে নির্মল রঞ্জন গুহের ত্রাণ বিতরণ

106
নির্মল রঞ্জন গুহ

ঢাকা জেলার দোহার উপজেলার বাউলদের মাঝে ত্রান বিতরন করেছেন বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি নির্মল রঞ্জন গুহ। রবিবার (১৭ মে) দোহার উপজেলার লটাখোলা নতুন বাজারে ৩০ জন বাউল শিল্পীর হাতে তিনি এই  খাদ্য সামগ্রী তুলে দেন তিনি।

সারা দেশের মতো দোহারও করোনা মহামারীতে আক্রান্ত। সাধারন মানুষের মতো বাউলদেরও কোন গানের অনুষ্ঠান না থাকায় এক প্রকার অসহায় ও ক্ষুধার্ত অবস্থায় তারা দিন যাপন করছে। এই সময় এই অসহায় পরিবারগুলোর পাশে এসে দাড়ায় নির্মল রঞ্জন গুহ।

এসময় নির্মল গুহ বলেন, শুধু করোনা সংকট নয় যে কোন সংকট মোকাবেলায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা মানবিক ভূমিকা রাখেন। ৫০ লাখ মানুষকে নগদ ২ হাজার ৫০০ টাকা করে সহায়তা দিতে শুরু করেছেন এটা একটা দৃষ্টান্ত হয়ে থাকবে। আমরা স্বেচ্ছাসেবক লীগের পক্ষ থেকে যে যাই কিছু করছি সবই প্রধানমন্ত্রীর উপহার। আপনারা তাঁর জন্য দোয়া করবেন। যাতে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার হাত ধরে আমরা যে কোন সংকট মোকাবেলা করে আপনাদের পাশে থাকতে পারি।

আপনার মতামত দিন