দোহারের ফুলতলায় ডাকাতি: ২০ লাখ টাকার মালামাল লুট

359

ঢাকার দোহার উপজেলার রাইপাড়া ইউনিয়নের পালামগঞ্জ বাজারের মুদি ব্যবসায়ী জসিম উদ্দিনের বসত বাড়িতে ডাকাতি হয়েছে।

শুক্রবার ভোর রাতে উপজেলার পালামগঞ্জ ফুলতলা গ্রামে  একদল ডাকাত এ ঘটনা ঘটায়।

স্থানীয় ও ব্যবসায়ীর পারিবারিক সূত্রে জানা যায়, শুক্রবার ভোর রাতে মুখোশ পরিহিত ২০/২৫ জনের সংঘবদ্ধ স্বশস্ত্র একটি ডাকাতদল রাইপাড়া ইউনিয়নের ফুলতলা গ্রামের মুদি ব্যাবসায়ী জসিম উদ্দিনের বসত বাড়িতে হানা দেয়। পাকা দু’তলা ভবনের নিচতলার কেচিগেট তালা ভেঙে ভিতরে প্রবেশ করে।

এসময় ব্যবসায়ী ও তার পরিবারকে ধারালো অস্ত্রের মূখে জিম্মি করে, ঘরে থাকা ৩০ ভরি স্বর্ণালংকার, নগদ ২ লাখ টাকা, মোবাইল লোডের ৪টি সিমকার্ডসহ প্রায় ২০ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে যায়। খবর পেয়ে সকালে দোহার থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন।

দোহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কামরুল ইসলাম মিয়া ঘটনার সত্যতা স্বীকার করেন।

উল্লেখ্য যে, গত তিন দিনের ব্যবধানে দোহার উপজেলায় তৃতীয় বারের মত ডাকাতির ঘটনা ঘটলো।

আপনার মতামত দিন