চট্টগ্রামে ট্রাকচাপায় দোহারের ফায়ার সার্ভিস কর্মী নিহত

378

চট্টগ্রামের মিরসরাইতে ট্রাকের নিচে চাপা পড়ে ফায়ার সার্ভিসের এক কর্মীর মৃত্যু হয়েছে। নিহত সিরাজুল ইসলাম (৪৪) ফায়ার সার্ভিসের মিরসরাই স্টেশনে ‘লিডার’ ছিলেন। তার বাড়ি ঢাকার দোহার উপজেলায়।

ফায়ার সার্ভিসের চট্টগ্রাম বিভাগীয় সহকারী পরিচালক মো. ইয়াহিয়া জানান, শুক্রবার সকালে উপজেলার রাস্তার মাথা এলাকায় এ ঘটনা ঘটে। তিনি বলেন, মিরসরাই ফায়ার স্টেশনের মেসের জন্য বাজার করতে বেরিয়েছিলেন সিরাজুল ইসলাম।

সড়কের পাশ দিয়ে হেঁটে যাওয়ার সময় স্টেশনের অদূরে একটি দ্রুতগামী ট্রাক তাকে চাপা দিয়ে চলে যায়। স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে স্টেশনের কর্মীরা তাকে উদ্ধার করে। গুরুতর আহত সিরাজুলকে প্রথমে সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়, পরে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নেওয়া হয়। ইয়াহিয়া বলেন, সেখানো পৌঁছানোর পর বেলা পৌনে একটার দিকে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

আপনার মতামত দিন