দোহারের নারিশায় বেপারী পরিবারের ত্রাণ বিতরণ

558

দোহার উপজেলার নারিশা পশ্চিম চর বাজারে ৫০০ বন্যা দূর্গত পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করছে বেপারী পরিবার। আজ বৃহস্পতিবার সকাল ১০ টায় নারিশা পশ্চিম চর বাজারে বন্যায় ক্ষতিগ্রস্থ ৫০০ পরিবারের মাঝে ৫ কেজি করে চাউল, ১ কেজি ডাল, ২ কেজি আলু, ২ কেজি চিড়া, ১ কেজি লবণ, ১ কেজি সয়াবিন তৈল,২ টি করে খাবার স্যালাইন,১ কেজি চিনি,১ টি ম্যাচ লাইট এবং ২ টি করে মোম্বাতি বিতরন করা হয়।

এ সময় জালাল বেপারীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক চেয়ারম্যান নারিশা ইউপি বাদল বেপারী, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নুরুল হক বেপারীসহ বেপারী পরিবারের অন্যান্যরা।

 

আপনার মতামত দিন