শরিফ হাসান, স্টাফ রিপোর্টার, news39.net: দোহারের কৃতি সন্তান, কার্তিকপুর স্কুলের সাবেক মেধাবী ছাত্র মোঃ জাকির খান ব্যারিস্টারি ডিগ্রি লাভ করেছেন। তিনি ঢাকা কলেজ থেকে উচ্চ মাধ্যমিক, রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে আইনে স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন। পরে একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের শিক্ষক হিসেবে যুক্ত ছিলেন। এরপর ইংল্যান্ডের নর্থ আম্ব্রিয়া বিশ্ববিদ্যালয় থেকে পুনরায় এলএলবি এবং বিপিপি বিশ্ববিদ্যালয় থেকে বার- এট – ল ডিগ্রি লাভ করেন। তার পিতার নাম আবুল কাশেম খান এবং মাতা হাজেরা খাতুন। সে ব্যাচ-২০০০ গ্রুপের সক্রিয় সদস্য।
জাকির খান news39.net কে বলেন, দোহার আমার মাতৃভূমি। যেকোন কল্যাণমূলক কাজে আমি আমার এলাকার সাথে আছি। তিনি তরুণদের ক্যারিয়ার গঠনে সময়কে কাজে লাগিয়ে পড়ালেখার প্রতি আহবান জানান। একইসাথে, অসহায়দের আইনি সেবাদানে তার দুয়ার উন্মুক্ত বলে জানান।
news39.net জাকির খানের উত্তোরত্তর সফলতা কামনা করছে।
আপনার মতামত দিন