দোহারের আইএফআইসি উপশাখার উদ্বোধন

137

ঢাকার দোহার উপজেলার মুকসুদপুর বাজারে আইএফআইসি ব্যাংকের উপশাখার উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার (৩১ আগস্ট) সকালে উপশাখার উদ্বোধন করেন দোহার উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. আলমগীর হোসেন।

উদ্বোধনী অনুষ্ঠানে আলমগীর হোসেন বলেন, এভাবে দোহারের প্রত্যন্ত অঞ্চলে ব্যাংকিং সেবা মানুষের দোড়গোড়ায় পৌঁছে দিতে হবে। মানুষের অর্থনৈতিক নিরাপত্তা সুনিশ্চিত করতে হবে। একইসাথে, সামাজিক ও মানবিক দায়বদ্ধতা থেকে সকল ব্যাংককে সামাজিক অবকাঠামোর উন্নতি এবং দারিদ্রতা বিমোচনে সুনির্দিষ্ট পরিকল্পনা অনুসারে কর্মনীতি প্রণয়ন করতে হবে।

এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক এম এ রহিম, ঢাকা জেলা দক্ষিণ ছাত্রলীগের সভাপতি মো. গিয়াসউদ্দিন সোহাগ,সাবেক ছাত্রনেতা, আওয়ামী লীগের কেন্দ্রীয় উপ কমিটির সদস্য – জয়নাল আবেদীন, আইএফআইসি ব্যাংকের মেঘুলা শাখার ম্যানেজার মো. আরিফুর রহমানসহ আরও অনেকে।

আপনার মতামত দিন