দৈনিক সকালের সময় থেকে শুভেচ্ছা স্মারক পেলেন আল-আমিন

265
দৈনিক সকালের সময় থেকে শুভেচ্ছা স্মারক পেলেন আল-আমিন

২৮ শে ফেব্রুয়ারী দৈনিক সকালের সময় পত্রিকার ৫ম প্রতিষ্ঠা বার্ষিকী প্যান-ফ্যাসিপিক সোনারগাঁও হোটেলে উদযাপিত হয়েছে জমকালো আয়োজনের মধ্য দিয়ে। দৈনিক সকালের সময়ের সম্পাদক মোঃ নূর হাকিম এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির আসন অলংকৃত করেন গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় শিক্ষামন্ত্রী ড.দীপু মনি। আরো উপস্থিত ছিলেন ধর্ম বিষয়ক প্রতিমন্ত্রী ফরিদুল হক খান দুলাল এম পি, মাননীয় তথ্য সচিব মোঃ মকবুল হোসেন সহ গণ্যমান্য ব্যক্তিবর্গ।

দিন ব্যাপী বিশেষ অনুষ্ঠান মালায় আলোচনা সভা,কেক কেটে ৬ষ্ঠ বর্ষ বরণ, সংগীতানুষ্ঠান, বস্তুনিষ্ঠ তথ্য নির্ভর সংবাদ, লেখনিতে অসাধারণ প্রতিভার স্বাক্ষর ও দৈনিক সকালের সময় পরিবারে গুরুত্বপূর্ণ অবদান রাখায় ২০২১ সালের বর্ষসেরা সাংবাদিকদের শুভেচ্ছা স্মারক প্রদান করা হয়।

এ বছর বিশেষ কৃতিত্বপূর্ণ অবদানের জন্য দৈনিক সকালের সময় পত্রিকার ঢাকা জেলার দোহার উপজেলা প্রতিনিধি মোঃআল-আমিন হোসাইন কে বর্ষসেরা সাংবাদিক-২০২১, শুভেচ্ছা স্মারক প্রদান ও পুরস্কৃত করা হয়।

শুভেচ্ছা স্মারক পেয়ে সাংবাদিক মোঃআল-আমিন হোসাইন বলেন, আমি অত্যন্ত আনন্দিত, অভিভূত। অনুষ্ঠানে মাধ্যমে সম্পাদক সহ প্রধান অতিথি হাত থেকে পুরস্কারটি নিতে পেরে। সংক্ষিপ্ত সময়ে এ অর্জন আমার কাছে স্বপ্নের মতো। আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি সম্পাদক মহোদয় সহ, সকালের সময় পরিবারের সকলের প্রতি এবং দোহার উপজেলার সকল সাংবাদিক ভাই ও আমার শুভাকাঙ্ক্ষীদের প্রতি, যারা সব সময় আমার পাশে থেকে সহযোগিতা করেছেন। আমি সত্য এবং নিষ্ঠার প্রতি অনুগত থেকে কাজ করে যাবো ও আগামীতে কাজ করতে সকল সহকর্মীর সহযোগিতা আশা করি।

আপনার মতামত দিন