দেশজুড়ে ‘অপারেশন ডেভিল হান্ট’ অভিযান, গ্রেপ্তার ৯৫

29
দেশজুড়ে ‘অপারেশন ডেভিল হান্ট’ অভিযান, গ্রেপ্তার ৯৫

ডেস্ক রিপোর্টার: দেশজুড়ে চলমান বিশেষ অভিযান ‘অপারেশন ডেভিল হান্ট-এ এখন পর্যন্ত ৯৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এর মধ্যে গাজীপুর জেলায় ৬৫ জন, নোয়াখালীতে ৭ জন, খাগড়াছড়িতে ৪ জন এবং রংপুর বিভাগে ১৯ জন গ্রেপ্তার হয়েছেন।

আইনশৃঙ্খলা বাহিনী জানায়, গাজীপুরের বিভিন্ন থানায় ৪০ জন ও মহানগর  এলাকায় ২৫ জন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী গ্রেপ্তার হয়েছেন। অভিযানের নেতৃত্বে থাকা পুলিশ সুপার ড. চৌধুরী মো. যাবের সাদেক জানান, অভিযানে গ্রেপ্তারদের বিরুদ্ধে নাশকতা, হত্যা ও হত্যাচেষ্টা-সহ বিভিন্ন অভিযোগ রয়েছে।

রংপুর বিভাগে মহানগর ও জেলার বিভিন্ন স্থান থেকে ১৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে। রেঞ্জ ডিআইজি আমিনুল ইসলাম জানান, গ্রেপ্তারদের বিরুদ্ধে ছাত্র আন্দোলনে হামলা ও সহিংস কর্মকাণ্ডের পরিকল্পনা করার অভিযোগ রয়েছে।

এদিকে, খাগড়াছড়ির গুইমারা এলাকায় নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের চার নেতাকর্মী এবং নোয়াখালী হাতিয়ায় সাবেক চেয়ারম্যানসহ সাতজনকে গ্রেপ্তার করেছে যৌথ বাহিনী।

‘অপারেশন ডেভিল হান্ট’ অভিযান শনিবার (৮ ফেব্রুয়ারি) মধ্যরাতে শুরু হয় এবং যৌথ বাহিনী জানিয়েছে, এই অভিযান চলমান থাকবে।

আপনার মতামত দিন