দোহারে সড়ক দুর্ঘটনায় পুলিশ সদস্যের মৃত্যু

259

সবুজ শাহীন নিউজ৩৯.নেট ♦ দোহারে মোটর বাইক দূর্ঘটনায় মারা গেছেন ফুলতলা পুলিশ ফাঁড়ীর সদস্য মঞ্জুরুল আলম মঞ্জু (৪০)। এতে গুরুতর আহত হন এস আই জহিরুল ইসলাম (৪০)।

প্রত্যক্ষদর্শীরা জানান, ফুলতলা পুলিশ ফাঁড়ী হতে একটি মোটর বাইক ঢাকা মেট্রো হ-১৪৬৫৭১ নিয়ে বের হয়ে তারা পুলিশি তদন্তে যচ্ছিলেন। ফুলতলা ফ্যামস স্কুলের সামনে দানেশ ব্যাপারীর স’মিলের সামনে জয়পাড়াগামী একটি গতি গাড়ীকে ওভারটেকিং করার সময় নিয়ন্ত্রণ হারান। তখন বিপরীত দিক থেকে আসা একটি ইটভর্তি ট্রাকের তলায় পিষ্ট হন। তাকে দ্রুত ফুলতলাস্থ আব্দুর রাজ্জ্বাক হাসপাতালে আনা হলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। গুরুতর আহত অবস্থায় এস আই জহিরুল ইসলামকে হাসপাতালে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়।

মঞ্জুরুল ইসলামের গ্রামের বাড়ী মানিকগঞ্জ জেলার সদর থানার হামলি গ্রামে। তার পিতার নাম মৃত আলিম মাস্টার।

 এ ঘটনায় ট্রাক চালক ও হেল্পারকে আটক করা হয়েছে বলে নিশ্চিত করে থানা সূত্র।

আপনার মতামত দিন