দুবাইতে সড়ক দুর্ঘটনায় নয়াবাড়ির যুবক নিহত

257

দুবাইতে সড়ক দূর্ঘটনায় নয়াবাড়ির পশ্চিম ধোয়াইরের দুবাই প্রবাসী যুবক মো: রানা(২৮) মারা গেছেন। মঙ্গলবার দুবাইতে সরক দূর্ঘটনায় তিনি মারা যান। মো: রানার বাড়ি ধোয়াইর বাজার সংলগ্ন গ্রামীন ফোন টাওয়ারের পাশে। তিনি বিশিষ্ট্য প্রেস ব্যবসায়ী মোশারফ বিশ্বাষের ভাগিনা হন। তাদের পূর্বের বাসা ছিল ধুলসুরা। কিন্তু নদী ভাঙ্গন কবলিত হয়ে তারা ধোয়াইরে চলে আসেন। মো: রানার লাশ শুক্রবার দেশে পৌছানোর কথা রয়েছে।

আপনার মতামত দিন