দুদকের তলবে সময় চেয়েছেন নূর আলী

1437
নুর আলী

দুর্নীতি দমন কমিশনের (দুদক) জিজ্ঞাসাবাদে হাজির না হয়ে সময় চেয়ে আবেদন করেছেন বোরাক রিয়েল এস্টেটের ব্যবস্থাপনা পরিচালক ও ইউনিক গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ নূর আলী। চুক্তিভঙ্গ করে ৩০ তলা ভবন নির্মাণের অভিযোগের বিষয়ে জিজ্ঞাসাবাদ করতে তাকে তলব করা হয়েছিল।

বুধবার সকাল ১০টায় দুদকে হাজির হওয়ার কথা ছিল তার। বনানীর ঢাকা উত্তর সিটি কর্পোরেশন (ডিএনসিসি) মার্কেটের ১৪ তলা ভবন নির্মাণের চুক্তিভঙ্গ করে ৩০ তলা ভবন নির্মাণের অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।

অনুসন্ধানকারী কর্মকর্তা দুদকের উপপরিচালক এসএম আখতার হামিদ ভূঁইয়া গত ২২ জুলাই নূর আলীকে দুদকে হাজির হওয়ার জন্য নোটিশ পাঠিয়েছিলেন। আজ তার আদালতে হাজির হওয়ার কথা ছিল।

আপনার মতামত দিন