‘যে জন দিবসে মনের হরষে জ্বালায় মোমের বাতি
আশু গৃহে তার দেখিবে না আর
নিশিতে প্রদীপ ভাতি।’
কবির এ পঙক্তির যথার্থতা খুঁজে পাওয়া যায় দোহার পৌরসভা এলাকায়। দিনের বেলায়ও জলছে দোহার পৌরসভার ল্যাম্পপোস্টের বাতি। ফলে অপচয় হচ্ছে বিদ্যুৎতের।
অথচ রাতে লোডশেডিং এর কারণে অন্ধকারে থাকছে পৌরসভার বেশীর ভাগ এলাকা। ফলে বিপাকে পড়ছে সাধারণ মানুষ ও শিক্ষার্থীরা। অন্ধকারে বাড়ছে চুরি, ছিনতাইয়ের মত ঘটনা। এ বিষয়ে দোহার পৌরসভার সচিব নাসরিন জাহান নিউজ ৩৯-কে জানান, “কিছু কিছু লাইনে সমস্যা আছে এ জন্য দিনের বেলা জ্বলে থাকে বাতিগুলো। আমরা অভিযোগ পাওয়ার সাথে সাথে দ্বায়িত্বপ্র্রাপ্ত লোকদেরকে পাঠিয়ে সেগুলো বন্ধ করিয়ে দেই, আগে এমন অভিযোগ বেশি আসতো এখন কম আসে, আমরা চেষ্টা করছি সবকিছু যাতে সঠিকভাবে ব্যবস্থাপনা করা যায়।”
আপনার মতামত দিন