দানবীয় টর্নেডোর কবলে যুক্তরাষ্ট্রের ইন্ডিয়ানা, নিহত ১

10

ভয়াবহ টর্নেডোর কবলে পড়লো যুক্তরাষ্ট্রের ইন্ডিয়ানা অঙ্গরাজ্য। রোববার (২৫ জুন) রাজ্যটির দক্ষিণে বিশাল এলাকাজুড়ে তাণ্ডব চালায় ঝড়টি। এ ঘটনায় একজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। আহত হয়েছেন আরও একজন। খবর দ্য নিউ ইয়র্ক টাইমসের।

রোববার টর্নেডোর আঘাতে একাধিক বাড়িঘর ক্ষতিগ্রস্ত হয়েছে। বাতাসের তীব্রতা এতটাই বেশি ছিল যে, আশপাশের এলাকায় ছড়িয়ে পড়ে এসব ধ্বংসস্তুপের টুকরোগুলো। সেই সাথে চারপাশ ছেয়ে যায় ধুলোয়। উপড়ে গেছে গাছপালা।

টর্নেডোয় রাস্তাঘাট ক্ষতিগ্রস্ত হওয়ায় অনেক জায়গায় বন্ধ রয়েছে যোগাযোগ ব্যবস্থা। স্থানীয়দের সতর্ক থাকার নির্দেশনা দিয়েছে স্থানীয় প্রশাসন। এখনও ক্ষয়ক্ষতির বিস্তারিত তথ্য জানা যায়নি।

 

আপনার মতামত দিন