দাউদপুরে পানিতে ডুবে শিশুর মৃত্যূ

362

মোঃ কাইয়ুম খান

নবাবগঞ্জ উপজেলার দাউদপুর গ্রামে নদীতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে। শিশুটির বয়স ১বছর ৫ মাস।

স্থানীয় সূত্রে জানা যায় ১৩ তারিখ সকাল ৭টার দিকে শিশুটির মা গৃহস্থালী কাজ করার জন্য তাকে কোল থেকে নামিয়ে দিয়ে কর্মব্যস্ত হয়ে পড়েন। বাড়ির পাশে ইছামতি নদী, শিশুটি খেলতে খেলতে নদীর ধারে চলে আসে এবং একসময় পানিতে নেমে যায়।

এরমধ্যে শিশুটিকে দেখতে না পেয়ে বাড়ির সবাই বিভিন্ন জায়গায় খোজাখুজি শুরু করে, একপর্যায়ে এক মহিলা নদীতে গোসল করতে নামলে পানির নীচে শিশুটির মৃত দেহ খুজে পান। চাঁদের মতো ফুটফুটে শিশুটির করুণ মৃত্যুতে বাড়িতে নেমে আসে শোকের ছায়া। শিশূটির করুণ মৃত্যুতে ও তার মা সহ আত্বীয়স্বজনের আহাজারীতে প্রত্যদর্শীদের কেউই চোখের পানি ধরে রাখতে পারে নি।   

আপনার মতামত দিন