তেজগাঁওয়ে প্রাইভেট কারের চাপায় হতাহত ৩

30
তেজগাঁওয়ে প্রাইভেট কারের চাপায় হতাহত ৩; মদ্যপ ছিলেন চালক, দাবি প্রত্যক্ষদর্শীদের

রাজধানীর তেজগাঁও এলাকায় বেপরোয়া গতির প্রাইভেট কারের চাপায় একজন নিহত ও দু’জন আহত হয়েছেন। এ ঘটনায় দুমড়ে মুচড়ে যাওয়া প্রাইভেট কারটিকে জব্দ করা গেলেও পালিয়ে যান চালক। স্থানীয়রা বলছেন, মদ্যপ অবস্থায় গাড়ি চালাচ্ছিলেন ওই চালক।

শুক্রবার (১১ আগস্ট) মধ্যরাতে বেপরোয়া গতির গাড়িটি ধাক্কা দেয় একটি রিকশা ও একটি প্রাইভেটকারকে। এতে আহত হন ৩ জন। গুরুতর আহত অবস্থায় সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পর একজন রিকশা আরোহীকে মৃত ঘোষণা করেন চিকিৎসক।

প্রত্যক্ষদর্শীদের দাবি, মদ্যপ অবস্থায় গাড়ি চালাচ্ছিলেন প্রাইভেট কারের চালক। গাড়িতেও দেখা যায় মদের বোতল। তবে ঘটনার পরই পালিয়ে যায় প্রাইভেটকার চালক। পুলিশ জানায়, চালককে শনাক্তের চেষ্টা চলছে। এই ঘটনায় হতাহতদের কারোরই পরিচয় শনাক্ত করা যায়নি বলে জানিয়েছে পুলিশ।

আপনার মতামত দিন