তুলশীখালিতে নির্বাচনী সহিংসতায় এক ব্যক্তিকে কুপিয়ে জখম

600

মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার চিত্রকোট ইউনিয়নের তুলশীখালীতে বিজয়ী প্রার্থী নৌকা প্রতীকের সামছুল হুদা বাবুলের সন্ত্রাসী বাহিনীর হাতে পরাজিত প্রার্থী শামসুজ্জামান মিরাজের এক সমর্থককে চাপাতি দিয়ে কুপিয়ে জখম করার অভিযোগ পাওয়া গেছে। তার অবস্থা এখন আশঙ্কাজনক।
জানা যায়, চিত্রকোট ইউনিয়নের পরাজিত প্রার্থীর সমর্থক গোয়ালখালী গ্রামের আবুল কাশেমের পুত্র জাহিদুল ইসলাম (৩০) শুক্রবার রাত ৯ টার সময় তার বাড়ী থেকে ব্যবসা প্রতিষ্ঠানে যাওয়ার পথে ঢাকা-নবাবগঞ্জ রোডের তুলশীখালী ব্রীজের ঢালে আসা মাত্র বিজয়ী প্রার্থী সামছুল হুদা বাবুলের সমর্থক স্থানীয় সন্ত্রাসী সফিউদ্দিন, শহিদুল, ইকবাল, ইমরান, আলাল, নাসিরসহ একটি ক্যাডার বাহিনী তার গতিরোধ করে। এসময় সন্ত্রাসীরা তাকে চাপাতি দিয়ে এলোপাতারি কোপাতে থাকে। এক সময় মৃত ভেবে জাহিদুলকে রাস্তায় ফেলে সন্ত্রাসীরা পালিয়ে যায়। কিছুক্ষন পর বাসযাত্রীরা দেখে জাহিদুলকে উদ্ধার করে ঢাকা মিটফোর্ট হাসপাতালে ভর্তি করায়। তার অবস্থা এখন আশংকাজনক বলে জানিয়েছেন আহতের স্বজনরা ।
সিরাজদিখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইয়ারদৌস হাসান জানান, এখনও কোন অভিযোগ পাইনি। অভিযোগ পেলে ব্যবস্থা নিব।

আপনার মতামত দিন