তীব্র গরমে ‘ফেসকিনিস’ ফ্যাশনে ঝুঁকছেন চীনারা

23
তীব্র গরমে ‘ফেসকিনিস’ ফ্যাশনে ঝুঁকছেন চীনারা

গরমে পুড়ছে গোটা বিশ্ব। চীনেও রেকর্ডভাঙা ঝলসানো তাপমাত্রা। এই অবস্থায় দেশটির রাজধানী বেইজিংয়ে এখন নতুন ফ্যাশনের নাম ‘ফেসকিনিস’।

রোদ থেকে বাঁচতে পুরো শরীর ঢাকা ফেসকিনিস নামের এক পোশাক পরছে চীনারা। এই পোশাকে পুরো চেহারা ঢাকা পড়ে, চোখ ও নাকের জায়গায় থাকে শুধু ফুটো। এছাড়া দুই হাত ঢাকার জন্য থাকে আলাদা হাতা। চওড়া কোনাওয়ালা হ্যাট ও অতিবেগুনি রশ্মি-নিরোধক কাপড়ে তৈরি জ্যাকেট জ্যাকেটও ফেসকিনিস’র অংশ।

চীনে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে এই ফেসকিনিস।

ওয়াং নামে একজন ফেসকিনিস বিক্রেতা রয়টার্সকে বলেন, ‘দুই-তিন বছর আগের মহামারির তুলনায় এখন বিক্রি অনেক ভালো। এ বছর বিক্রির পরিমাণ অনেক বেড়েছে।’

বেইজিংয়ের পর্যটন এলাকায় মায়ের সঙ্গে বেড়াতে এসেছে লি জুয়ান। তাদের দুজনের পরনেই মাস্ক, যাতে চেহারা প্রায় পুরোটাই ঢাকা। ১৭ বছর বয়সী শিক্ষার্থী লি জুয়ান বলেন, ‘আমার মূল উদ্বেগের বিষয় হলো সম্ভাব্য চর্মরোগ বা মুখে সূর্যের দাগ পড়ে যাওয়া।’

 

আপনার মতামত দিন