ঢাকা বিভাগের শ্রেষ্ঠ রত্নগর্ভা দোহারের সুদীপ্ত হান্নানের মা

646
সুদীপ্ত হান্নান

বাংলাদেশের আহমেদ ছফা গবেষক, বিশিষ্ট শিক্ষাবিদ ও দোহারের কৃতি সন্তান সুদীপ্ত হান্নানের মা ঢাকা বিভাগের শ্রেষ্ঠ রত্নগর্ভা পুরস্কার লাভ করেছেন। শনিবার বাংলাদেশ শিল্পকলা একাডেমি মিলনায়তনে ঢাকা বিভাগের (১৩টি জেলা) শ্রেষ্ট নারী হিসেবে উত্তরীয়, সম্মাননা সনদ, সম্মাননা ক্রেস্ট, অর্থমূল্য প্রদান করা হয়। মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী, মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মহোদয়, মহিলা অধিদপ্তরের মহাপরিচালক, ঢাকা বিভাগীয় কমিশনার দপ্তরের কর্মকর্তাগণ, ঢাকা বিভাগের জেলাসমূহের ডিসিগণ উপস্থিত ছিলেন। এই সময় পরিবারের সদস্য হিসেবে ৪ ছেলে ও ২ মেয়েসহ অন্যরাও উপস্থিত ছিলেন। বড় দুই মেয়ে অসুস্থ থাকায় উপস্থিত থাকতে পারেননি।

মুক্তিযুদ্ধে অসামান্য অবদান, এলাকার দরিদ্র জনগোষ্ঠীর জন্য নিরলস সাহায্য সহযোগিতা, স্বাবলম্বী হ’য়ে উঠার জন্য তাদেরকে প্রণোদনা প্রদান, নিজের সন্তানদেরকে আশেপাশের অন্যদের মতো অর্থ উপার্জনে না পাঠিয়ে উচ্চশিক্ষায় শিক্ষিত ও বাংলাদেশের জন্য যোগ্য নাগরিক হিসেবে গড়ে তোলার ক্ষেত্রে অসামান্য কৃতিত্ব স্থাপনের স্বীকৃতিস্বরূপ এবং শিক্ষা বিস্তারের জন্য নিজের বাড়িতে একটি স্কুল প্রতিষ্ঠিত ও বাড়ির বাংলাঘরটিকে একটি পাঠাগারে পরিণত করার স্বীকৃতিস্বরূপ তাকে “অনন্য রত্নগর্ভা মা” ঢাকা বিভাগের ১৩ টি জেলার মধ্যে শ্রেষ্ট হিসেবে এই পদক প্রদান করা হয়।

আপনার মতামত দিন