ঢাকা জেলা পরিষদ চেয়ারম্যান মাহবুবুর রহমান গুরুতর অসুস্থঃ চিকিৎসকের নিবিড় পর্যবেক্ষণে

1731

ঢাকা জেলা পরিষদের চেয়ারম্যান ও ঢাকা জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান গুরুতর অসুস্থ অবস্থায় রাজধানীর হলি ফ্যামিলি হাসপাতালে ভর্তি হয়েছেন। সেখানে তিনি চিকিৎসকের নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন।ধারণা করা হচ্ছে, তিনি মাইল্ড স্টোকে আক্রান্ত হয়েছেন।

নিউজ৩৯কে মাহবুবুর রহমানের একান্ত সচিব হাবিবুর রহমান জানান, মঙ্গলবার শারিরিকভাবে তিনি অসুস্থতা বোধ করেন। সেই অবস্থায় গত দুই(২) দিন তিনি বিভিন্ন জনসংযোগ ও উন্নয়ন কর্মকান্ডে অংশ নেন। বৃহস্পতিবার সকালে বুকে তীব্র ব্যাথা অনুভব করলে, তাকে দ্রুত হলি ফ্যামিলি হাসপাতালে নেয়া হয়। সেখানেকার চিকিৎসক তাকে ভর্তি হয়ে নিবিড় পর্যবেক্ষণে থাকার পরামর্শ দেন। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন আছেন।

মাহবুবুর রহমান নিজে ও তার পরিবার নিউজ৩৯ এর মাধ্যমে দেশবাসী বিশেষত দোহার-নবাবগঞ্জের সকল জনসাধারণের নিকট দ্রুত সুস্থতার জন্য দোয়া চেয়েছেন।

আপনার মতামত দিন