ঢাকা জেলা পরিষদের এক বছরপূর্তি উদ্যাপন করা হয়েছে। বুধবার বিকাল ৫টায় ঢাকার দোহারের দক্ষিণ শিমুলিয়া গ্রামের নিজ বাড়ির আঙিনায় কেক কেটে দিনটি উদ্যাপন করেন জেলা পরিষদ চেয়ারম্যান মাহ্বুবুর রহমান।
দোহার, নবাবগঞ্জ, কেরানীগঞ্জ, সাভার, ধামরাইসহ মহানগর এলাকার আওয়ামী লীগ নেতা ও ইউনিয়ন কাউন্সিলের চেয়ারম্যান ও মেম্বার, পৌরসভা মেয়র, কাউন্সিলর, সিটি কর্পোরেশনের মেয়রসহ কাউন্সিলরসহ প্রশাসনসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা এ অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।
এসময় উপস্থিত ছিলেন সাবেক এমপি হারুন-অর-রশিদ, নিবন্ধন অধিদপ্তরের মহাপরিচালক (আইজিআর) ড. কেএম আব্দুল মান্নান খান, ঢাকা জেলা আওয়ামী লীগের সভাপতি বেনজির আহমেদ, সংরক্ষিত মহিলা আসনের সাংসদ সাবিনা আক্তার তুহিন, ঢাকা জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক পনিরুজ্জামান তরুণ, ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ-দক্ষিণ) সাইদুর রহমান, ঢাকা জেলা আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদক হালিমা আক্তার লাবণ্য প্রমুখ।