ঢাকা জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ মো. মোস্তফা কামাল

91

ঢাকা জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ হিসেবে নির্বাচিত হয়েছেন দোহার থানার অফিসার ইনচার্জ মো. মোস্তফা কামাল। রোববার (৭ নভেম্বর) ঢাকা জেলার মিলব্যারাক পুলিশ লাইন্স কনফারেন্স রুমে অনুষ্ঠিত ঢাকা জেলা পুলিশের মাসিক কল্যাণ ও অপরাধ পর্যালোচনা সভায় তাকে শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ হিসেবে নির্বাচিত করা হয়। দোহার থানার অফিসার ইনচার্জ মোস্তফা কামাল গোপালগঞ্জ জেলার মুকসুদপুর উপজেলার গোবিন্দপুর গ্রামের আবু জাফর মিয়ার ছেলে।

দোহার থানার আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণে রাখার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করায় তাকে অক্টোবর মাসের শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ হিসেবে নির্বাচিত করা হয়েছে। উক্ত জেলা পুলিশের মাসিক কল্যাণ ও অপরাধ পর্যালোচনা সভায় সভাপতিত্ব করেন ঢাকা জেলা পুলিশ সুপার মারুফ হোসেন সরদার। ঢাকার জেলার অতিরিক্ত পুলিশ সুপার(সদর) মো. নাসিম মিয়া অনুষ্ঠানটির উপস্থাপনা করেন। অনুষ্ঠান শেষে ঢাকা জেলা পুলিশ সুপার মারুফ হোসেন সরদার একটি সম্মাননা সনদ ও ক্রেস্ট দোহার থানার অফিসার ইনচার্জ মোস্তফা কামাল এর হাতে তুলে দেন।

আপনার মতামত দিন