ঢাকাসহ সারাদেশে দিনভর ঝড়-বৃষ্টি, সমুদ্রবন্দরে ৩ নং সতর্কতা

40
ঢাকাসহ সারাদেশে দিনভর ঝড়-বৃষ্টি, সমুদ্রবন্দরে ৩ নং সতর্কতা

সাগরে গভীর নিম্নচাপ সৃষ্টি হওয়ার কারণে দেশজুড়ে বৃষ্টিপাতের প্রবণতা বাড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। তবে এ বৃষ্টির প্রবণতা দুই একদিনের বেশি না থাকার সম্ভাবনা রয়েছে। এছাড়া দেশের একাধিক অঞ্চলে ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

বুধবার (২ আগস্ট) সকাল দশটার দিকে আগামী ২৪ ঘণ্টায় বৃষ্টিপাতের প্রবণতা কেমন থাকবে এমন প্রশ্নের উত্তরে ডিবিসি নিউজকে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ তরিফুল নেওয়াজ কবির এসব তথ্য জানান। তিনি বলেন, গভীর নিম্নচাপটি এখন দূর্বল হয়ে গেছে। বৃষ্টিপাতের প্রবণতা দক্ষিণ অঞ্চলে বেশি দেখা দিতে পারে।

এ আবহাওয়াবিদ জানান, ঢাকা, বরিশাল, চট্টগ্রাম, খুলনা ও রাজশাহী বিভাগের অধিকাংশ জায়গায় এবং রংপুর, সিলেট ও ময়মনসিংহ বিভাগে একাধিক জায়গায় বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। দেশের সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা কিছুটা কমতে পারে।

 

 

আপনার মতামত দিন