ডিবি কার্যালয় থেকে ছাড়া পেলেন গয়েশ্বর

22
ডিবি কার্যালয় থেকে ছাড়া পেলেন গয়েশ্বর

রাজধানীর ধোলাইখাল থেকে আটক বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়কে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে ডিবি কার্যালয় থেকে ছেড়ে দেয়া হয়েছে।

শনিবার (২৯ জুলাই) সকাল থেকে নগরীর বিভিন্ন প্রবেশপথে অবস্থান কর্মসূচিতে অবস্থান নেয় বিএনপির নেতাকর্মীরা। এ সময় বিভিন্ন এলাকায় পুলিশ ও নেতাকর্মীদের মধ্যে সংর্ঘষের ঘটনা ঘটে। ধোলাইখাল এলাকার কর্মসূচি থেকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়কে আহত অবস্থায় গ্রেফতার করা হয়।

যমুনা নিউজের ভিডিও ফুটেজে দেখা যায়, ধোলাইখালে আজ বেলা সাড়ে ১১টার দিকে পুলিশ বিএনপির নেতা-কর্মীদের ধাওয়া দিয়ে সরিয়ে দেয়ার চেষ্টা করে। প্রথমে পুলিশের ধাওয়ায় বিএনপির নেতা-কর্মীরা পিছিয়ে যায়। পরে বিএনপির নেতা-কর্মীরা পুলিশকে পাল্টা ধাওয়া দেয়। সংঘর্ষের একপর্যায়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় আহত হন। তার মাথা থেকে রক্ত ঝরতে দেখা যায়। এক পর্যায়ে পুলিশ তাকে একটি দোকানের ভেতরে নিয়ে যায়। পরে তাকে একটি পুলিশ ভ্যানে করে সরিয়ে সংঘর্ষস্থল থেকে সরিয়ে নেয়া হয়।

 

আপনার মতামত দিন