ডিএনএসএমের তহবিলে ৫০টি কম্বল দিলেন বাবু নির্মল রঞ্জন গুহ

568
ডিএনএসএমের তহবিলে ৫০টি কম্বল দিলেন বাবু নির্মল রঞ্জন গুহ

দোহার-নবাবগঞ্জ সোশ্যাল মুভমেন্ট(DNSM) এর উদ্যোগে দোহারের নদী ভাঙ্গন কবলিত শীতার্ত মানুষের সহায়তার জন্য যে শীতবস্ত্র বিতরনের উদ্যোগ নেয়া হয়েছে তার সাথে একাত্বতা ঘোষনা করে ডিএনএসএমের তহবিলে ৫০টি কম্বল দানের ঘোষনা দিলেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগের ভারপ্রাপ্ত সভাপতি ও দোহারের সন্তান বাবু নির্মল রঞ্জন গুহ। শুক্রবার ডিএনএসএমের সাথে এক বৈঠকে তিনি এই কম্বল দেয়ার কথা জানান।

এই সময় তিনি বলেন, আর্ত মানবতার সেবায় ডিএনএসএম দোহার ও নবাবগঞ্জে যে ভূমিকা পালন করছে তা সত্য প্রশংসনীয়। নদী ভাংগন থেকে শুরু করে বিভিন্ন কাজে ডিএনএসএম দোহারের বিভিন্ন সমস্যা নিয়ে যেভাবে কাজ করে তা সত্য প্রশংসনীয়। তাই ডিএনএসএমের শীত বস্ত্রের এই কার্যক্রমের সাথে আমি অংশ নিতে পেরে গর্বিত বোধ করছি। আমি আশা করবো ডিএনএসএম সব সময় দোহার-নবাবগঞ্জের বিভিন্ন সমস্যা নিয়ে কাজ করবে।

আপনার মতামত দিন