শুরু হয়েছে ডিএনএসএমের কম্বল বিতরণ

314

২০১৪ সালের বছরের শেষ দিনে সবাই যখন নতুন বছরকে বরন করে নিতে খিচুরি আর সাউন্ড সিস্টেমের উদ্যম তালে তালে নতুন বছরকে বরন করে নেয়ার চেষ্টায়, ঠিক তখনই কম্বল হাতে নিয়ে জয়পাড়ার রাস্তায় বের হয়ে আসে ডিএনএসএমের এক দল উদ্যমী তরুন। 

দেশ বিদেশের ব্যাপক সাড়া পাওয়ার পর কাল রাতে শুরু হয় এই কম্বল বিতরন। দোহার পৌরসভা ও জয়পাড়া বাজারের ছিন্নমূলদের মাঝে এই কম্বল বিতরন করা হয়। এসময় উপস্থিত ছিলেন নিউজ৩৯ এর সম্পাদক ও ডিএনএসএমের কেন্দ্রীয় কমিটির সদস্য তারেক রাজীব, নিউজ৩৯ এর এক্সিকিউটিভ এডিটর ও ডিএনএসএমের কেন্দ্রীয় কমিটির সদস্য এডভোকেট আব্দুল্লা আবু সাইদ কাঞ্চন, নিউজ৩৯ এর সিনিয়র রিপোর্টার ও কেন্দ্রীয় কমিটির সদস্য আছিফুর রহমান, ডিএনএসএমের কেন্দ্রীয় কমিটির সদস্য শাহরিয়ার হোসাইন, কেন্দ্রীয় কমিটির সদস্য অভিষেক পাল অন্তু, আমিনুল ইসলাম মানিক, হাবিব খান, ফয়েজ ইমরান, সোহেল হোসেইন।

এসময় ছিন্নমূলদের মাঝে ৪৫ টি কম্বল বিতরন করা হয়। 

আপনার মতামত দিন