টেকনাফে অপহরণ চক্রের মূলহোতাসহ গ্রেফতার ৬

93
টেকনাফে অপহরণ চক্রের মূলহোতাসহ গ্রেফতার ৬

কক্সবাজারের টেকনাফে অভিযান চালিয়ে অপহরণ ও মানব পাচার চক্রের মূলহোতা মুহিত কামাল ও সাইফুলসহ ৬ জনকে গ্রেফতার করেছে র‍্যাব-১৫।

গ্রেফতারকৃতরা হলেন টেকনাফ সদর ইউনিয়নের নতুন পল্লানপাড়ার মৃত সিরাজুল ইসলামের ছেলে মুহিত কামাল (৩৪), দক্ষিণ লম্বরীর হাফেজুর রহমানের ছেলে সাইফুল ইসলাম (৩৮), রামু উপজেলার দাড়িয়ারদীঘি এলাকার মৃত নুরুল হকের মো. আব্বাস মিয়া প্রকাশ জাহাঙ্গীর (৪০), একই ইউনিয়নের থৈয়ংগা কাটার আব্দুল আলমের সৈয়দুল আমিন (২৮), উখিয়া কুতুপালং ৩ নম্বর ক্যাম্পের, ব্লক-বি/২৭,বর্তমানে-নতুন পল্লান পাড়ার আব্দুস সালামের ছেলে তাহের হোসেন (২৫), সদর ইউনিয়নের নতুন পল্লান পাড়ার কাদির হোসেনের ছেলে রোহিঙ্গা হাবিবুল্লাহ প্রকাশ লালু (৩০)।

কক্সবাজার র‍্যাব-১৫ এর অতিরিক্ত পুলিশ সুপার ও সিনিয়র সহকারী পরিচালক (ল’ এন্ড মিডিয়া) মো. আবু সালাম চৌধুরী গণমাধ্যমকে এসব তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, উদ্ধারকৃত আলামতসহ গ্রেফতারকৃত অপহরণকারীদের বিরুদ্ধে পূর্বের মামলা মোতাবেক প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য কক্সবাজার জেলার ঈদগাঁও থানায় হস্তান্তর করা হয়েছে।

 

 

আপনার মতামত দিন