জয়বাংলাকে জাতীয় স্লোগান করায় দোহারে ছাত্রলীগের র‍্যালি

48
জয়বাংলাকে জাতীয় স্লোগান করায় দোহারে ছাত্রলীগের র‌্যালি

ঢাকা-১ আসনের সংসদ সদস্য ও প্রধানমন্ত্রীর শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমানের প্রস্তাবে জয়বাংলাকে জাতীয় স্লোগান করায় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে ঢাকার দোহার উপজেলায় আনন্দ র‌্যালি করেছে ঢাকা জেলা দক্ষিণ ছাত্রলীগের নেতা কর্মীরা।

রোববার (২৭ ফেব্রুয়ারি) দুপুরে জয়পাড়া ডিগ্রী কলেজ প্রাঙ্গণ হতে র‌্যালিটি বের হয়ে জয়পাড়া বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে রতন চত্তরে এসে পথসভার মাধ্যমে শেষ হয়।

র‌্যালিটি আয়োজন করেন ঢাকা জেলা দক্ষিণের দোহার উপজেলা, জয়পাড়া কলেজ ও পৌরসভা ছাত্রলীগ।

র‌্যালিতে অংশগ্রহণ করেন দোহার উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. আলমগীর হোসেন,ঢাকা জেলা দক্ষিণ ছাত্রলীগের সভাপতি গিয়াস উদ্দিন সোহাগ, উপজেলা ছাত্রলীগের সভাপতি আমিনুল ইসলাম, সাধারণ সম্পাদক উদয় হুসাইন, পৌরসভা ছাত্রলীগের সভাপতি পাপেল মাহমুদ নিজাম, সাধারণ সম্পাদক মিজানুর রহমান সাদ্দাম, জয়পাড়া কলেজ শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আব্দুর রহমান শান্ত প্রমুখ।

আপনার মতামত দিন