ফাটলের কারনে জয়পাড়া হাই স্কুল মার্কেট পরিত্যাক্ত ঘোষণা

436

জয়পাড়া হাইস্কুল মার্কেটে ফাটল ধরার কারনে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে মার্কেটটি পরিত্যাক্ত ঘোষণা করা হয়েছে। সকাল সাড়ে দশটার দিকে শাপলা কম্পিউটার সেন্টারের মালিক মো. সাইদুল্লাহ প্রতিদিনের মত দোকান খোলেন। এসময় তিনি দোকানের দক্ষিন পশ্চিম কোনের দিকে ছাদের আস্তর ভেঙ্গে পড়ে থাকতে দেখেন এবং দোকানটি দুই তিন ইঞ্চি দেবে গেছে বলে তিনি ধারণা করেন।

ঘটনাটি তাৎক্ষনিক তিনি স্কুল কতৃপক্ষকে জানান। পরবর্তীতে উপজেলা চীফ ইঞ্জিনিয়ার ঘটনাস্থল পরিদর্শন করে মার্কেটটি ব্যবহারের অনুপযোগী বলে মত দেন। এরপর দোহার উপজেলা প্রশাসনের পক্ষ থেকে মার্কেটটি পরিত্যাক্ত ঘোষণা করা হয়।

জনগনের জানমালের নিরাপত্তা বিধানের জন্য দোহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সকল দোকান মালিকদের মার্কেটটি আজকের মধ্যে খালি করার নির্দেশ দেন। এ নিয়ে দোকান মালিকদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা যায়।

আলিফ ডেন্টালের কর্ণধার ডা. কুদ্দুস নিউজ৩৯-কে বলেন, “একদিনের নোটিশে সবকিছু খালি করা আমাদের পক্ষে সম্ভব না। আমরা কতৃপক্ষের কাছে এই বিষয়ে সময়ের জন্য আবেদন করব।“

আপনার মতামত দিন