জয়পাড়া-লটাখোলা রাস্তার করুন দশা : সংস্কারের আভাস

291

তানিজম ইসলাম, নিউজ৩৯.নেট ♦ লটাখোলা করম আলীর মোড় থেকে জয়পাড়া বাজার পর্যন্ত রাস্তার বেহাল দশা গত কয়েক বছর ধরে। প্রতিদিন হাজার হাজার মানুষ এই রাস্তা দিয়ে যাতায়াত করে।

গত বিএনপি সরকারের সময়ে রাস্তা নির্মানের পর থেকে এখন পর্যন্ত আর কোনো সংস্কার করা হয় নি। রাস্তাটি খানা-খন্দে ভরপুর, প্রায়ই ঘটছে দুর্ঘটনা। আর এইটুকো পথ আসতে যানবাহনগুলোকে পোহাতে হয় বাড়তি ঝাক্কি, যাত্রীদের দুর্গতির শেষ থাকে না। এই পথেই রয়েছে একটি ক্লিনিক, যার কারনে রোগীদের সমস্যা হচ্ছে।

নিউজ৩৯.নেট-এ এর আগেও কয়েকবার প্রতিবেদন করা হয়েছে এই বিষয়ে। এবার পৌরসভার মেয়র আব্দুল রহিম মিয়া বলেন, ‘পনের দিনের মধ্যে এই রাস্তাটি সহ আরও কয়েকটি রাস্তার টেন্ডার হবে, তারপর কাজ শুরু হবে। এর পাশে ড্রেন তৈরী করা হবে, রাস্তাটি খুবই উন্নত মানের হবে।“

আপনার মতামত দিন