জয়পাড়া-বিলাশপুর সংযোগ সড়কের বেহাল দশা

334

রাতুল ইসলাম, নিউজ৩৯  দোহারের জয়পাড়া থেকে বিলাশপুর যাতায়াতের সড়কটির ভেঙ্গেচুড়ে, পিচ উঠে গিয়ে বেহাল দশা। যাতায়াত মানে  কঠিত দূর্ভোগের পথে যাত্রা। দক্ষিন জয়পাড়ায় জহির চেয়ারম্যানের মোড় থেকে চর লটাখোলা পর্যন্ত প্রায় সম্পূর্ন রাস্তাই ভেঙ্গে গেছে।

যেকোনো সময় দূর্ঘটনায় পড়ার ঝুকি নিয়ে চলাচল করে এই পথে যাতায়াত করা বিভিন্ন ধরণের গাড়ী, হঠাৎ হঠাৎই গাড়ি খানাখন্দের মধ্যে পড়ে যাচ্ছে। গাড়ির যাত্রীদের পোহাতে হচ্ছে অসহনীয় কষ্ট। এমনকি মাঝে মাঝেই ঘটছে ছোটখাট দূর্ঘটনা।

মানুয় জীবন হাতে নিয়ে চলাচল করছে এই রাস্তায়। রাস্তার এই দূর্দশার কারণে অনেক গাড়ী চালক এপথে যেতেই চায় না। জরুরী সময়ে বা রাতে মানুষের চলাফেরা হয়ে পড়েছে অনেক কষ্ট সাধ্য।

উল্লেখ্য, এই রাস্তায় নতুন করে কাজের টেন্ডার দেয়া হয়েছে, কিন্তু এখনো কাজ শুরু করছে না ঠিকাদাররা।

এছাড়া নৌঘাট মৈনট থেকে বিলাশপুরে স্থানান্তর হবার পর বেড়ে গেছে এই রাস্তার যানচলাচল। এর ফলে রাস্তা ভেঙ্গে যাচ্ছে আরো এমনটাই অভিযোগ করলেন এলাকাবাসী।

এলাকাবাসী প্রাত্যাশা করে আছে কবে শুরু হবে রাস্তা সংস্কারের কাজ।

Bilaspur

আপনার মতামত দিন