জয়পাড়ায় ইর্স্টান ব্যাংকের ৫১ তম শাখার উদ্বোধন

439

স্টাফ রিপোর্টার

গত ২৫ তারিখে দোহারের জয়পাড়াতে উদ্ভোধন হলো ইর্স্টান ব্যাংকের ৫১ তম শাখা। গত মঙ্গলবার জয়পাড়া আশরাফ আলী সুপার মার্কেটে দোহার শাখার উদ্ভোদন করেন দোহার-নবাবগঞ্জের সংসদ সদস্য, গৃহায়ন ও গনপূর্ত প্রতিমন্ত্রী এ্যাডভোকেট আব্দুল মান্নান খান।

 এসময় আরো উপস্থিত ছিলেন ইর্স্টান ব্যাংকের প্রতিষ্ঠাতা ও বর্তমান চেয়ারম্যান নুর আলী, ইর্স্টান ব্যাংকের ব্যবস্থাপক ইফতেখার আলী রেজা।

দেশের অন্যতম ব্যাংক ইর্স্টান ব্যাংক অবশেষে তার শাখা উদ্ভোদন হলো প্রবাশী অধ্যুসিত দোহারে। ব্যাংকের  উদ্ভোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি আব্দুল মান্নান খান বলেন   ‘দোহার-নবাবগঞ্জ বাংলাদেশের অন্যতম দুইটি আধুনিক উপজেলা। দোহার-নবাবগঞ্জের মানুষ কঠোর পরিশ্রমী, তারা অনবরত রেমিটেন্স পাঠিয়ে এই উপজেলাকে বাংলাদেশের অন্যতম রেমিটেন্স অর্জনকারী উপজেলায় পরিণত করেছে যা এই উপজেলার জন্য একটা গর্বের বিষয়।” এই ব্যাংকের শাখা প্রতিষ্ঠা হবার ফলে এই উপজেলার মানুষের বিদেশ থেকে পাঠানো টাকা আরো সহজে উত্তোলন করতে পারবে বলে মন্ত্রী আশাবাদ ব্যক্ত করেন। তিনি আরো বলেন এই ব্যাংক থেকে যেন জয়পাড়া বাজারের ক্ষুদ্র ব্যবসায়ীদের সহজ শর্তে ঋন দেয়া হয় তার অনুরোধ করেন এবং আধুনিক ব্যাংকিং ব্যবস্থা চালু করার অহ্বান জনান। 

অন্য খবর  দোহারে পদ্মায় ৬৩ গরুসহ ট্রলার ডুবি : নিখোঁজ-২

এই সময় আরো বক্তব্য রাখেন ব্যাংকের চেয়ারম্যান নুর আলী, ব্যাংকের ব্যবস্থাপক ইফতেখার আলী রেজা। তারা এই সময় এই ব্যাংকের আধুনিকায়ন সহ সহজ শর্তে ঋনের ব্যবস্থা করার ঘোষণা  করেন।

নিউজ ৩৯ এর কোনো সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া অন্যকোথাও প্রকাশ করা যাবে না।

আপনার মতামত দিন