জয়কৃষ্ণপুরে বিষ খেয়ে আত্মহত্যা

310

মোঃ আব্দুর রহমান ♦ নবাবগঞ্জ থানার জয়কষ্ণপুর ইউনিয়নের সোনাবাজু গ্রামে বিষ খেয়ে আত্নহত্যার ঘটনা ঘটেছে। মোঃ রহমালীর স্ত্রী মঙ্গলবার বিকালে বিষ পান করেন। বিষ পানের কয়েক ঘণ্টা পর তিনি মারা যান। এলাকাবাসীর কাছ থেকে জানা গেছে কিছুদিন যাবৎ পারিবারিক সমস্যা চলছিল। তারই জের হিসেবে এই ঘটনা ঘটে। আত্মহত্যাকারী মহিলা ছিলেন মোঃ রহমালীর দ্বিতীয় স্ত্রী ।

আপনার মতামত দিন