জয়কুষ্ণপুর ইউনিয়ন বিএনপি সভাপতির পদত্যাগ

161
জয়কুষ্ণপুর ইউনিয়ন বিএনপি

ঢাকা জেলার নবাবগঞ্জ উপজেলার জয়কুষ্ণপুর ইউনিয়ন বিএনপির দীর্ঘ দিনের সভাপতি এ কে বুলবুল খান দল থেকে পদত্যাগ করেছেন। শারীরিক অসুস্থতাসহ বিভিন্ন কারণ দেখিয়ে তিনি পদত্যাগ করেন।

গত ১১ ফেব্রুয়ারী নবাবগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি/সাধারণ সম্পাদক বরাবর তিনি পদত্যাগপত্র জমা দেন। এর অনুলিপি ঢাকা জেলা বিএনপির কার্যালয়েও জমা দিয়েছেন বলে জানা যায়। শনিবার সকালে এ কে বুলবুল খান গণমাধ্যমকর্মীদের এ তথ্য নিশ্চিত করেন এবং তার পদত্যাগপত্রের কপি তুলে দেন।

এ বিষয়ে নবাবগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি/সাধারণ সম্পাদকের সাথে একাধিকবার মুঠোফোনে যোগাযোগ করার চেষ্টা করা হলে তাদের পাওয়া যায়নি। ঢাকা জেলা বিএনপির সাধারণ সম্পাদক খন্দকার আবু আশফাক বলেন, বুলবুল খানের পদত্যাগপত্রের অনুলিপি জেলা বিএনপির কার্যালয়ে আসেনি।

আপনার মতামত দিন