নবাবগঞ্জে জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী পালিত

224

আসিফ শেখ, নিউজ৩৯ ♦ নবাবগঞ্জ উপজেলায় সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৩২তম শাহাদত বার্ষিকী শোকর‌্যালী, আলোচনা সভা, মিলাদ মাহফিল, দোয়া মাহফিলের মধ্যে দিয়ে পালিত হয়েছে।

বেলা সাড়ে ১১টায় বাহ্রা ইউনিয়ন পরিষদ মাঠে ঢাকা জেলা বিএনপি সভাপতি আব্দুল মান্নান সমর্থক নেতা-কর্মীরা দোয়া মাহফিল করে। পরে পর্যায়ক্রমে উপজেলার ১৪টি ইউনিয়নে দুঃস্থদের মাঝে খাবার বিতরণ করা হয়। উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি আবেদ হোসেন, সাধারণ সম্পাদক হারুন-অর রশিদ ওসমানী, সিনিয়র যুগ্মসাধারণ সম্পাদক আলহাজ্ব ডা. আব্দুস সালাম, যুবদলের সাধারণ সম্পাদক আজমাদ হোসেন, ঢাকা জেলা ছাত্র দলের সাংগঠনিক সম্পাদক তপন মোল্লা প্রমূখ।

বেলা ১২টায় বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য খন্দকার আবু আশফাকের নেতৃত্বে দলীয় নেতা-কর্মীরা শোকর‌্যালী বের করে। পরে পার্টি অফিসে দোয়া মাহফিলে মিলিত হয়। উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি ইফতেখার আল ফারুকী, সহ-সভাপতি ওয়াহিদ মিয়া, সাধারণ সম্পাদক সৈয়দ আহম্মেদ খান প্রমূখ।

অপরদিকে, দোহার উপজেলা বিএনপির নাজমুল হুদার নেতৃত্বে ৮টি ইউনিয়নেমিলাদ মাহফিল ও আলোচনা সভার আয়োজন করে। অন্যদিকে, জাসাস কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি সালাউদ্দিন মোল্লার নেতৃত্বে আব্দুল মান্নান সমর্থক নেতা-কর্মীরা পৃথক কর্মসূচী পালন করে।

আপনার মতামত দিন