স্টাফ রিপোর্টার, নিউজ ৩৯ ♦ ঢাকার নবাবগঞ্জ উপজেলার সদর বাজার থেকে বৃহস্পতিবার জাল টাকাসহ শাহানাজ (২৫) নামে এক নারীকে আটক করেছে পুলিশ।
স্থানীয় সূত্রে জানা যায়, দুপুর আড়াইটার দিকে উপজেলা সদর নবাবগঞ্জ বাজারে একটি ক্রোকারিজের দোকানে ২ নারী পণ্য কিনতে যান। এ সময় তারা এক হাজার টাকার নোট দিলে দোকানির সন্দেহ হলে পুলিশকে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে এসে শাহানাজকে আটক করে। তবে তার সাথে থাকা জালটাকা বিতরণ চক্রের অপর নারী সদস্য নাজমা বেগম পালিয়ে যেতে সক্ষম হয়।
পুলিশ তার কাছ থেকে এক হাজার টাকার ৩টি জাল নোট উদ্ধার করে। পুলিশের জিজ্ঞাসাবাদে শাহানাজ জাল টাকার ব্যবসার কথা স্বীকার করে। সে আরও স্বীকার করে যে সারা দেশে নাজমার সঙ্গে জাল টাকা বিতরণ করে। তাঁর বাড়ি ময়মনসিংহের নান্দাইল উপজেলায়।
আপনার মতামত দিন