জামসা অগ্রনী সংঘকে হারিয়ে জয়পাড়া বড় মাঠ সমাজ কল্যান ক্রীড়া সংঘ চ্যাম্পিয়ন 

285
জয়পাড়া বড় মাঠ সমাজ কল্যান ক্রীড়া সংঘ

ঢাকার দোহার উপজেলার জয়পাড়া বড়মাঠে শুক্রবার বিকেলে জয়পাড়া বড়মাঠ গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। ফাইনাল খেলায় জয়পাড়া বড় মাঠ সমাজকল্যান ক্রীড়া সংঘ বনাম জামসা অগ্রনী সংঘ মানিকগঞ্জ অংশগ্রহন করে।  নির্ধারিত সময় খেলা ১-১ গোলে অমীমাংসিত থাকার পর ট্রাইব্রেকারে জামসা অগ্রনী সংঘকে ৪-২ গোলে হারিয়ে জয়পাড়া বড়মাঠ গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্টের চ্যাম্পিয়ন হয়েছে জয়পাড়া বড় মাঠ সমাজ কল্যান ক্রীড়া সংঘ।
খেলার প্রথমার্ধ শুরু থেকে জয়পাড়া বড় মাঠ সমাজকল্যান ক্রীড়া সংঘ একের পর এক আক্রমনে থেকেও তা ব্যার্থ হয় জামসা অগ্রনী সংঘের গোলরক্ষকের নৈপুণ্যের কারনে।
খেলার দ্বিতীয়ার্ধে ও জয়পাড়া সমাজ কল্যান জামসা অগ্রনী সংঘকে চাপে রাখে। তবে দ্বিতীয়ার্ধে কয়েকমিনিট যেতেই জয়পাড়া সমাজকল্যানের জালে বল প্লানটিক শটে জড়িয়ে দেয় জামসা অগ্রনী সংঘ মানিকগঞ্জ।
এর কয়েকমিনিটের মধ্যে সেই গোল পরিষদ করেন জয়পাড়া বড় মাঠ সমাজকল্যান সংঘ দোহার।
খেলা যখন ১-১ সমতায় ঠিক তখন  খেলার চুরান্ত সময় ও অতিরিক্ত সময় শেষ হয়। পরে ট্রাইবেকারে গড়ায় টুর্ণামেন্টটি।
ট্রাইবেকারে জয়পাড়া সমাজ কল্যান সংগঠন ৪ আর জামসা অগ্রনী সংঘ মানিকগঞ্জ ২ গোল করে। জয় পায় জয়পাড়া বড় মাঠ সমাজ কল্যান সংগঠন দোহার।
গোল্ডকাপ টুর্ণামেন্টের ফাইনাল খেলায় প্রধান অতিথি ছিলেন দোহার উপজেলা পরিষদের চেয়ারম্যান আলমগীর হোসেন। খেলার উদ্ধোধক ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা এএফ ফিরোজ মাহমুদ।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন দোহার থানা অফিসার ইনচার্জ মোস্তফা কামাল, জজ ফারুক,দোহার উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জ্যোতি বিকাশ চন্দ্র এছাড়া উপস্থিত ছিলেন সাবেক ছাত্রনেতা সুরুজ আলম সুরুজ,সাজ্জাদ হোসেন সুরুজ,আলমাছ কমিশনার, রাশেদ চোকদার,হুমায়ুন কবির সহ আরো অনেকে।

আপনার মতামত দিন