জাতীয় নির্বাচনের প্রস্তুতি ৮০ শতাংশ সম্পন্ন: ইসি

8
জাতীয় নির্বাচনের প্রস্তুতি ৮০ শতাংশ সম্পন্ন: ইসি

জাতীয় নির্বাচন আয়োজনে ৮০ শতাংশ প্রস্তুতি শেষ হয়েছে বলে জানিয়েছে ইসি। কমিশনার রাশেদা সুলতানা বলেন, শিগগিরই শুরু হবে সংশ্লিষ্টদের প্রশিক্ষণ। তবে ভোটের পরিবেশ নিয়ে এখনও পুরোপুরি সন্তুষ্ট নন তারা। প্রস্তুতি গ্রহণের আগে গ্রহণযোগ্য নির্বাচনের পথ পরিষ্কার হওয়া দরকার বলে মনে করে সুশীল সমাজ।

রাজপথে বড় দুই দলের কথার লড়াই চলছে সমানতালে। সেই সাথে আছে শক্তি প্রদর্শনের প্রতিযোগিতাও। এ অবস্থার মধ্যেই প্রাতিষ্ঠানিক কাজ গুছিয়ে আনছে নির্বাচন কমিশন। প্রায় বারো কোটি ভোটারের ব্যালট ছাপতে প্রস্তুতি নিতেও বলা হয়েছে বিজি প্রেসকে। সহিংসতা এড়াতে এবার অনলাইনেও মনোনয়ন জমা দেয়া যাবে। সেজন্য বিধিতেও আসছে কিছু পরিবর্তন।

নির্বাচন কমিশনার রাশেদা সুলতানা জানান, রোডম্যাপ অনুযায়ী সব কাজ প্রায় শেষের দিকে। এখন চলছে ভোটকেন্দ্রের নীতিমালা অনুযায়ী ভোটকেন্দ্র স্থাপনের কাজ। আমার ধারণা, অন্তত প্রায় ৮০ শতাংশ কাজ আমাদের শেষ হয়েছে। নির্বাচন কমিশনার আরও জানান, বড় দলগুলোর মধ্যে মতদ্বৈততা থাকলেও কমিশনের তেমন কিছু করার নেই। এক্ষেত্রে মধ্যস্ততা বা সংলাপে কোন ভুমিকা রাখার সুযোগ নেই বলেও মন্তব্য তার।

ইসি প্রস্তুতি নিলেও রাজনৈতিক সংকট সমাধান সবার আগে জরুরি বলে মত সুশীল সমাজের। তাদের মতে, ভোটারদের আবার কেন্দ্রে ফিরিয়ে আনতে সবার আগে পরিবেশ ঠিক করা দরকার। ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মো. নুরুল ইসলাম বলেন, রাজপথের আন্দোলন দিয়ে সবসময় লক্ষ্য অর্জন হয় না। আওয়ামী লীগ হোক আর বিএনপি, দুই পক্ষই কিন্তু নির্বাচনের মাধ্যমে রাষ্ট্রক্ষমতায় আসতে চায়। সমঝোতার মাধ্যমে গণতান্ত্রিক পরিবেশ ফিরে আসুক, এটা জনগণেরও দাবি।

অন্য খবর  সন্ত্রাস নির্মূলে সব রাজনৈতিক দলকে এগিয়ে আসতে হবে - সালমা ইসলাম এমপি

এদিকে, আগামী অক্টোবরের শেষ বা নভেম্বরের প্রথম সপ্তাহে তফসিল ঘোষণা করা হতে পারে বলে জানিয়েছে নির্বাচন কমিশন।

আপনার মতামত দিন