জলাবদ্ধতায় কষ্টের সীমা ছাড়িয়েছে চট্টগ্রামে

93
জলাবদ্ধতায় কষ্টের সীমা ছাড়িয়েছে চট্টগ্রামে

কষ্টের মাত্রা সীমা ছাড়িয়েছে চট্টগ্রামে। টানা চার দিনের বৃষ্টিতে জলাবদ্ধতা পরিস্থিতি এতটাই চরমে পৌঁছেছে যে, অনেকের বাড়িতে রান্না বন্ধ; খাওয়া-দাওয়া চলছে কোনোরকমে।

গত ২৪ ঘণ্টায় এ বছরের রেকর্ড ৩২১.৬ মিলিমিটার বৃষ্টি হয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর। জলাবদ্ধতায় ডুবে আছে মুরাদপুর, চকবাজার, আগ্রাবাদ, হালিশহরসহ নিচু এলাকাগুলো।

চারদিকে থৈ থৈ পানিতে নারী, শিশু ও প্রবীণরা পড়েছেন চরম দুর্ভোগে। সড়ক ডুবে থাকায় বিপাকে পড়েছেন যাত্রীরা। এমন অবস্থার জন্য চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ-সিডিএ আর সিটি করপোরেশনকে দায়ী করেছেন ভুক্তভোগীরা।

বৃষ্টি ও জোয়ারের পানিতে প্লাবিত চট্টগ্রামের বিভিন্ন উপজেলা। সাতকানিয়া আর লোহাগাড়ার সড়কে যে পানি জমে ছিল তা বাড়িঘরে ঢুকে পড়েছে। এতে চরম দুর্ভোগে পড়েছেন বাসিন্দারা। সড়কে যান চলাচল বন্ধ। বান্দরবানের সাথে ব্যাহত হচ্ছে যোগাযোগ। গুড়ি গুড়ি বৃষ্টি চলছে সকাল থেকে। খুব বেশি প্রয়োজনন না হলে ঘর ছেড়ে বের হচ্ছে না মানুষ।

 

আপনার মতামত দিন