জয়পাড়া বাজারের ইজারা মূল্য ২ কোটি ১২ লক্ষ

373

আল-আমিন: বুধবার জয়পাড়া বাজার নামে পরিচিত দেবীনগর হাটের ইজারার উন্মুক্ত টেন্ডার হয়েছে। সকাল ১০:০০টায় দোহার উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক তানিয়া তাবাসসুম এর উপস্থিতিতে  দোহার উপজেলার পৌরসভার উন্মুক্ত টেন্ডার হয়। বিকেল ৪:০০ টার পর সর্বোচ্চ দরদাতাকে ইজারাদার ঘোষণা করা হয়।

দোহার পৌরসভা বিএনপির সাধারণ সম্পাদক মুহসিন উদ্দিন খান মাসুম ও গং ২ কোটি ১২লক্ষ টাকার বিনিময়ে সর্বোচ্চ দরদাতা হোন এবং ইজারার দায়িত্ব পান। নিকটতম দরদাতা ছিলেন ঢাকা জেলা যুবদলের সিনিয়র সহ-সভাপতি আবুল হাশেম বেপারি এন্ড গং। তাদের দেয়া মূল্য ছিলো ১ কোটি ৮২ লক্ষ টাকা। এতে জয়পাড়া হাট নিয়ে উত্তেজনা প্রশমিত হলো।

আপনার মতামত দিন