জয়পাড়ায় নবাবী কিচেন ও জুসবার উদ্বোধন

484
জয়পাড়ায় নবাবী কিচেন ও জুসবার উদ্বোধন

প্রতিবেদক মোঃ আলআমিন: দোহারের জয়পাড়া কলেজের পুরাতন মার্কেটের নিচতলায় নবাবী কিচেন এর ২য় শাখা উদ্বোধন করা হয়েছে।

এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, দোহার পৌরসভার মেয়র মোঃ আলমাছ উদ্দিন। শনিবার সকাল ১১টায় লাল ফিতা কেটে নবাবী কিচেন শুভ উদ্বোধন করেন দোহার পৌরসভা মেয়র আলমাস উদ্দিন। এসময় উপস্থিত ছিলেন,দোহার পৌরসভার ৩নং ওয়ার্ড কাউন্সিলর আব্দুস সালাম শুকুর, জয়পাড়া পূর্ব বাজার কমিটির সভাপতি মানিক মাহমুদ, সাধারণ সম্পাদক জনাব জুলহাস উদ্দিন সাহেব, সহ-সভাপতি মোহাম্মদ হাকিম, সহ-সাধারণ সম্পাদক জনাব আ : রশিদ খান, দপ্তর সম্পাদক শামীম আহমেদ, প্রচার সম্পাদক ওসমান খান, নবাবী কিচেন মালিক মোঃ মহি উদ্দিন, বাধন ডিজিটাল স্টুডিও এর মালিক কামরুল ইসলাম , হাবিব মেডিক্যাল এর মালিক মামুন হোসেন পূর্ব বাজার এর ওষুধ ব্যবসায়ী আব্দুর রব, মোল্লা ইলেকট্রনিকস এর মালিক সিদ্দিক মোল্লা, মামুন, রাসেদসহ আরো অনেকেই।

 

আপনার মতামত দিন