চুড়াইনে পরিত্যক্ত ককটেল উদ্ধার

156

কাজী সোহেল♦ ঢাকার নবাবগঞ্জ উপজেলা থেকে ছয়টি ককটেল উদ্ধার করেছে পুলিশ। শনিবার রাতে উপজেলার চুড়াইন ইউনিয়নের আকারবাগ এলাকার মুন্সীগঞ্জ মডেল হাই স্কুলের দক্ষিণে বালুর মাঠে পরিত্যক্ত অবস্থায় ককটেলগুলো উদ্ধার করা হয়।

এ সময় একই স্থান থেকে তিনটি চাকু ও তিনটি টর্চলাইট উদ্ধার করে পুলিশ।

নবাবগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) মোজাম্মেল হক জানান, সন্ধ্যায় স্কুলের দক্ষিণে বালুর মাঠে স্থানীয়রা পরিত্যক্ত ককটেলগুলোকে দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। পরে পুলিশ সেখান থেকে এগুলো উদ্ধার করে থানায় নিয়ে আসে। ধারণা করা হচ্ছে, দুর্বৃত্তরা নাশকতার উদ্দেশ্যে ককটেলগুলো ফেলে রেখে গেছে।

তবে এলাকাবাসীর ধারণা, ডাকাতদল কোনো বাড়িতে ডাকাতির পরিকল্পনায় এগুলো ব্যবহারের উদ্দেশ্যে সেখানে ফেলে রেখে গেছে।

আপনার মতামত দিন