চাঁদার প্রতিবাদ করায় যুবককে পিটিয়ে আহত

257

দোহারের রাইপাড়া ইউনিয়নের রাইপাড়া গ্রামের ইজ্জত আলী মাদবরের ছেলে বিপ্লবকে(৩০) চাঁদার দাবিতে পিটিয়ে আহত করেছে স্থানীয় মৃত কালু মেম্বারের ছেলে রাশেদ ও তার সহযোগীরা। এ ঘটনায় তিন জনকে গ্রেফতার করেছে দোহার থানা পুলিশ।

এলাকাবাসীর কাছ থেকে জানা যায়, প্রায় ১২/১৫ দিন পূর্বে স্থানীয় যুবক রাশেদ বিপ্লবের কাছে চাঁদা দাবি করে। এ ঘটনার জের ধরে গত ৬ মে রোববার রাজমিস্ত্রির কাজ শেষ করে বাড়ি ফেরার পথে তৈয়ব আলী মাদবরের বাড়ির নিকট আশা মাত্র আগে থেকে প্রস্তুত হয়ে থাকা রাশেদ(২৬), রাজু(১৯), নাজমুল(১৯)সহ আরো তিন স্থানীয় যুবক তার উপর আক্রমন করে। এসময় স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে হাসপাতালে পাঠায়। এ ঘটনাকে কেন্দ্র করে দোহার থানায় অভিযোগ করলে দোহার থানা পুলিশ তাৎক্ষনিক তিনজনকে গ্রেফতার করে। রাশেদ, রাজু, নাজমুলকে নবাবগঞ্জের সাদাপুর থেকে গ্রেফতার করা হয়। উল্লেখ্য রাশেদের বিরুদ্ধে বিভিন্ন ধরনের সন্ত্রাসী কার্যক্রমের অভিযোগ ছাড়াও অস্ত্র মামলা আছে।

আপনার মতামত দিন