চলছে সকাল-সন্ধ্যা হরতাল, রাজধানীতে বাসে আগুন

71
চলছে সকাল-সন্ধ্যা হরতাল, রাজধানীতে বাসে আগুন

বিএনপি’র ডাকে চলছে সকাল-সন্ধ্যার হরতাল। দিনের শুরুতে তেমন প্রভাব না থাকলেও বেলা বাড়ার পর দু-এক জায়গায় বাসে আগুন ও ভাঙচুরের ঘটনা ঘটেছে।

রাজধানীর বায়তুল মোকাররমের দক্ষিণ গেইট এলাকায় শিকড় পরিবহনের একটি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। সকাল ৯টার দিকে ধোঁয়া দেখে আগুন টের পান বাসের হেলপার। পরে জীবন বাঁচাতে দ্রুত সেখান থেকে সরে যান তিনি। কে বা কারা বাসে আগুন দিয়েছে তা জানা যায়নি।

হরতালের আগের রাতে রাজধানীর ডেমরায় অছিম পরিবহনের বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। এ ঘটনায় বাসের হেলপার নিহত হন। রাতে বাসে ঘুমিয়ে ছিলেন তিনি। রাত তিনটার দিকে হঠাৎ কে বা কারা আগুন জ্বালিয়ে দিলে দাউ দাউ শিখা উতরে নামতে পারেননি তিনি। মারা যান সেখানেই। এ ঘটনায় আরও একজন গুরুতর আহত হয়েছেন।

স্থানীয়রা জানান, গাড়িতে দুইজন ছিল। আর দুইজন খাবার আনতে গিয়েছিল। তারা এসে দেখেন গাড়িতে আগুন জ্বলছে। পরে ফায়ার সার্ভিস এসে গাড়ি থেকে একজনের পোড়া মরদেহ বের করেছে।

 

আপনার মতামত দিন