চর লটাখোলায় নসিমন খাদে

731

দোহারের চর লটাখোলায় মৈনট ঘাট থেকে পেয়াজ বোঝাই করে লটাখোলা নতুন বাজারে আসার সময় একটি নসিমন নিয়ন্ত্রন হারিয়ে খাদে পড়ে যায়। এ সময় আহত হয় নসিমনের চালক রফিকুল ইসলাম (২৫)। সকাল ৭ টার দিকে এই ঘটনা ঘটে।

এসময় নসিমন চালক রফিকুলের চিৎকার শুনে আশেপাশের লোকজন রফিকুলকে পানি থেকে উদ্ধার করে। এ ঘটনায় তেমন কোন হতাহতের ঘটনা না ঘটলেও নসিমনে থাকা প্রায় ৫০ হাজার টাকার পেয়াজ নস্ট হয়ে যায়।

আপনার মতামত দিন